Inqilab Logo

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮, ২৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী
শিরোনাম

চতুর্থবার ভারতের জাতীয় পুরস্কার জিতলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ৫:৫৮ পিএম

দিল্লির বিজ্ঞানভবনে ভারতের ৬৭তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয় সোমবার। এদিন ‘মণিকর্নিকা’ ও ‘পঙ্গা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই নিয়ে চতুর্থবারের জন্য জাতীয় পুরস্কার পেলেন তিনি। অভিনেত্রী হাতে পুরস্কার তুলে দেন ভারতের ভাইস প্রেসিডেন্ট বেঙ্কাইয়া নাইডু।

এদিন অনুষ্ঠানে ট্রাডিশনাল পোশাক শাড়িতে দেখা গেছে অভিনেত্রীকে। এর আগে ‘ফ্যাশন’, ‘তনু ওয়েডস মনু রিটার্ন’ ও ‘কুইন’র জন্য জাতীয় পুরষ্কার পেয়েছিলেন তিনি।

এই অনুষ্ঠানের মাধ্যমে এদিন দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত করা হল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। তার হাতেও পুরস্কার তুলে দেন ভারতের ভাইস প্রেসিডেন্ট বেঙ্কাইয়া নাইডু। এদিন রজনীকান্তের সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী লতা ও জামাই ধনুশ।

অন্যদিকে, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দু’জন। ‘ভোঁসলে’ ছবিতে অভিনয়ের জন্য মনোজ বাজপেয়ী এবং তামিল ছবি ‘অসুরণ’- এ অভিনয়ের জন্য ধনুশ। পাশাপাশি সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘গুমনামী’। সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা সঙ্গীত পরিচালনার জন্য সম্মান আদায় করে নিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘জ্যেষ্ঠপুত্র’।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঙ্গনা


আরও
আরও পড়ুন