Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

গফরগাঁওয়ে বিদ্যুতের খুঁটি পড়ে বৃদ্ধ নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পল্লী বিদ্যুতের ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্ব অবহেলার কারণে বিদ্যুতের একটি ১১ মিটার খুটি ওপড়ে পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়নের পশ্চিম ধামাইল গ্রামের এশিয়ান হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আছর উদ্দিন (৬৮) ধামাইল গ্রামের স্থায়ী বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এ সময় পল্লী বিদ্যুতের ১১ মিটার পুল স্থাপনের কাজ চলছিল। বৃদ্ধ মো. আছর উদ্দিন তখন গরু চরানোর জন্য পাশ দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুতের গফরগাঁও অফিসের দায়িত্বরত ডিজিএম শাহীন আখতার জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। এ দায়ভার ঠিকাদারী প্রতিষ্ঠানের নিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ