Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মেয়র আরিফের উদ্যোগে সিলেটে দোয়া মাহফিল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ১:০৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিলেটে । সোমবার (২৫ অক্টোবর) রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আয়োজনে অনুষ্ঠিত হয় এ দোয়া মাহফিল। দোয়া মাহফিলে বিএনপি নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বন্দরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী ক্ষুদ্র ঋন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, সিলেট মহানগর সদস্য সচিব মিফতাহ সিদ্দীকি, বিএনপি নেতা আশিক চৌধুরী, সালেহ আহমদ খসরু, সিসিক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সৈয়দ মঈন উদ্দিন খান সোহেল, এমরান আহমদ চৌধুরী এ্যাডভোকেট, ইশতিয়াক আহমদ সিদ্দীকি, মাহববুর রব চৌধুরী ফয়সল, আতিকুর রহমান সাবু, সিসিক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমদ মোরশেদ, হুমায়ূন আহমদ মাসুক, ডা. নাজমুল হোসেন, আব্দুল আহাদ খান জামাল, জসিম উদ্দিন, মাহবুবুল হক চৌধুরী, সাদিকুর রহমান সাদিক, সিসিক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ¦ল, জিয়াউল হক জিয়া, নিজাম উদ্দিন জায়গীরদার, সুরমান আলী, আব্দুর রহমান, মকসুদ আহমদ, আজিজুর রহমান, আলতাফ হোসেন সুমন, মতিউল বারী খোরশেদ, আব্দুস সামাদ তুহেল, আহমেদ রেজা, আব্দুল আহাদ, মারুফ আহমদ টিপু, সোহেল আহমদ, আব্দুল হাসিম জাকারিয়া, মঞ্জুর হোসেন মঞ্জু, নজরুল ইসলাম, মাসরুর রাসেল প্রমুখ।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ