Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কঠোর নিরাপত্তায় হবে চবি ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ৭:০২ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুরু। সবদিক বিবেচনা করে এবার কঠোর নিরাপত্তার ব্যাবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া।

তিনি জানান, নিরাপত্তার জন্য ৫ শতাধিক পুলিশ, র্যাব এবং ডিবি পুলিশ পাহারায় থাকবে। জালিয়াতি রোধে গোয়েন্দা কর্মী এবং ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগ দেওয়ার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্হা নেওয়া হবে।

এছাড়াও তিনি জানান, নিরাপত্তা এবং স্বাস্হ্যবিধির কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের ভিতরে স্টল এবং ভ্রাম্যমাণ খাবারের দোকান নিষিদ্ধ করা হয়েছে।

তাছাড়া ভর্তিচ্ছু এবং অভিভাবকদের জন্য হলগুলোতে বিশ্রাম করার ব্যবস্হা করা হয়েছে।

কলা অনুষদভুক্ত 'বি' ইউনিটের দুটি শিফটের মোট ২৮ হাজার ৪ শত ৪৬ জনের পরীক্ষা হবে আগামীকাল। পরের দিন বৃহস্পতিবার (২৮ অক্টোবর) 'বি' ইউনিটের আরো এক শিফটের ১৪ হাজার ২ শত ২১ জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্নাতক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ