Inqilab Logo

সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮, ৩০ রবিউস সানী ১৪৪৩ হিজরী

খল ভূমিকায় টাইপকাস্ট হবার ভয় পান না মোনালিসা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম


‘বিগ বস ১০’এ অংশ নিয়ে বিশেষ খ্যাতি লাভ করেন মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস, তবে ‘নজর’ সিরিয়ালে অভিনয় করে তিনি প্রথম টিভিতে স্বীকৃতি লাভ করেন। সিরিয়ালটির ওপর ভিত্তি করে ‘আনকাহি দাস্তান- নজর’ ফিল্মে তিনি মোহনার চরিত্রে ফিরেছেন। তিনি এক সাক্ষাতকারে জানান এই মোহনা চরিত্রটি তাকে পরিচিতি দিয়েছে তাই এই ভূমিকায় ফিরতে পেরে তিনি রোমাঞ্চিত। মোহনার ভূমিকায় ফিরে আমি রোমাঞ্চিত। দর্শকদের সাড়ায় আমি খুশি। আমি ‘নজর’ মিস করছিলাম। যখনই ঘর থেকে বেরোতাম সবার আমাকে জিজ্ঞাসা করত আমি মোহনার চরিত্রে কবে ফিরব। আমার মনে হয় সবার কাছে আমার পরিচয় এই চরিত্র দিয়েই। এই ডাইনির ভূমিকায় অভিনয় করে আমি সব সাফল্য পেয়েছি। আমাকে খল ভূমিকায় সবাই পছন্দ করেছি।এই সিরিজে সব আছে- আবেগ, নাটকীয়তা, নাচ আরও অনেক কিছু। এই সিরিজে আমি অনেক রূপে অভিনয় করেছি। ‘নজর’ আর মোহনার বিশেষ স্থান আমার কাছে। মোনালিসা জানান, ১০০ ভোজপুরি ফিল্মের সঙ্গী মিল থাকায় তিনি ডাইনির ভূমিকায় অভিনয়ে আগ্রহী ছিলেন না। এর ফলে টাইপকাস্ট হবার ঝুঁকি সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আমি কখনও টাইপকাস্ট হওয়া নিয়ে ভয় পাইনা। সবাই যদি আমাকে খল ভূমিকায় পছন্দ করে তবে করব না কেন? সবাই মোনালিসাকে ভালবাসে তাই চরিত্র যাই হোক আমি তাতেই অভিনয় করব।’

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোনালিসা

২ এপ্রিল, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ