মাগুরা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
শুক্রবার সকালে মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের পাকা কাঞ্চনপুর গ্রামে জুনায়েদ (৯) এক শিশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। বাড়ির পাশের মাঠে মটরের বিদুতের লাইন
সাতক্ষীরায় ২য় ধাপের ইউপি নির্বাচনে ২৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) নির্ধারিত দিনে প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফুল ইসলাম রাতে জানান, ২য় ধাপের ইউপি নির্বাচনে সাতক্ষীরায় সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর।
নির্বাচনে ৭২ জন চেয়ারম্যান প্রার্থীর দাখিলকৃত বৈধ মনোনয়ের মধ্যে মঙ্গলবার ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। এছাড়া, সাধারণ সদস্য (পুরুষ) ১৬২ জনের মধ্যে ২ জন এবং ৫০৭ জন প্রার্থীর মধ্যে ১৫ সাধারণ সদস্য (মহিলা) প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৪৯২ জনে। এরমধ্যে একজন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।