Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আজারবাইজানের বিমানবন্দর উদ্বোধন করলেন এরদোগান

সিরিয়া ও ইরাকে সামরিক মিশন দু’বছর বাড়িয়েছে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলে আন্তঃসীমান্ত অভিযান জোরদারে তুর্কি সামরিক বাহিনীর মিশন আরও দুই বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। ইরাক ও সিরিয়া ইস্যুতে মঙ্গলবার প্রথমবার সামরিক বাহিনীর সময়সীমা বাড়ালো দেশটি। তবে এই পদক্ষেপের বিপক্ষে অবস্থান নেয় রিপাবলিকান পিপল’স পার্টি (সিএইচপি)। সিরিয়া ও ইরাকে তুর্কি সেনাদের সময়সীমা বাড়ানোর প্রসাথে পার্লামেন্টে এক ভাষণে সিএইচপির নেতা কামাল প্রেসিডেন্ট এরদোগানকে প্রশ্ন করেন, আপনি আমাদেরকে এই বিষয়ে কিছু বলবেন না, অথচ আরও দুই বছরের সময় বাড়াতে ভোট দিতে বলেন। কিন্তু কেন? ইরাকে তুর্কি বাহিনী মোতায়েনের বিরুদ্ধে ২০০৩ সালেও ভোট দিয়েছিল এই সিএইচপি পার্টি। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এরদোগানকে সমর্থন করায় তুর্কি সেনা দেশটিতে অবস্থান নেয়। আঙ্কারা যেসব গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে আসছে এদের বিরুদ্ধে আন্তঃসীমান্ত অভিযান পরিচালনার জন্যই সময়সীমা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তুর্কি সেনারা সিরিয়ার সবশেষ বিদ্রোহী উত্তরাঞ্চলে অবস্থান করছে। এছাড়া ইরাকে তুরস্কের বাহিনী আছে। টিআরটি এ খবর জানায়। এর আগে, আজারবাইজানে বিমানবন্দর উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে যৌথভাবে তিনি ওই বিমানবন্দর উদ্বোধন করেন। খবর ডেইলি সাবাহর। খবরে বলা হয়, আজারবাইজানের ফুজুলি শহরের ওই আন্তর্জাতিক বিমানবন্দরটির নির্মাণ কাজ ৮ মাসে সম্পন্ন হয়। আর্মেনিয়ার সাথে যুদ্ধে বিজয়ী হওয়ার পর নির্মিত হওয়া প্রথম বিমানবন্দর এটি। এএফপির খবরে বলা হয়, আর্মেনিয়ার ফুজুলি শহরে এরদোগানই প্রথম বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে এসেছেন। গত ১২ জানুয়ারি আজারবাইজানের প্রেসিডেন্ট এলিয়েভ বিমানবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আন্তর্জাতিক মান বজায় রেখে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। গত ২২ আগস্ট প্রথমবারের মতো পরীক্ষামূলক বিমান উড্ডয়ন করা হয়। রানওয়ের দৈর্ঘ্য ৩ হাজার মিটার (৯ হাজার ৮৪৩ ফিট) আর দৈর্ঘ্য ৬০ মিটার। এই টার্মিনাল প্রতি ঘণ্টায় ২০০ যাত্রীকে সেবা দিতে পারবে। এখানে এয়ারক্রাফট, বড় কার্গো এয়ারক্রাফট সহজেই অবতরণ করতে পারবে। এই বিমানবন্দরটি শুষা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত। আর আজারবাইজানের রাজধানী বাকু থেকে ৩০০ কিলোমার দূরে এই বিমানবন্দরের অবস্থান। এটি নির্মাণ করেছে তুরস্কের কোম্পানি এ বিমানবন্দর নির্মাণকাজে সহায়তা করেছে। যাতে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রের পাশাপাশি সয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করা হয়েছে। নাগারনো-কারাবাখের স্বাধীনতার পর আজারবাইজানে এটি এরদোগানের তৃতীয় সফর। নাগারনো-কারাবাখে আর্মেনিয়াকে হঠিয়ে আজারবাইজানের বিজয়ের পর গত বছরের জুন মাসে আজারবাইজানে এরদোগান কারাবাখের গুরুত্বপূর্ণ শুষায় প্রথম সফরে যান। ওই সফরে এরদোগান আজারবাইজানের সাথে সামরিক ও পরিবহণ খাতে গুরুত্বপূর্ণ চুক্তি করেন। গত বছরের ডিসেম্বরে আজারবাইজানের নাগারনো-কারাবাখের বিজয়োৎসবেও যোগ দেন তুর্কি প্রেসিডেন্ট। মঙ্গলবার এরদোগান তৃতীয়বারের মতো সফর করছেন আজারবাইজান। ডেইলি সাবাহ, এএফপি, টিআরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ