Inqilab Logo

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, ২৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী
শিরোনাম

সিংড়ায় বাক প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে পিতা নিহত

সিংড়া(নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ২:২১ পিএম

নাটোরের সিংড়ায় বাক প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে শামসুল ইসলাম (৬২) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার শেরকোল ইউপির আগপাড়া শেরকোল গ্রামে এ ঘটনা ঘটে। সার্কেল এএসপি ও সিংড়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন জানান,সাংসারিক কাজ-কর্ম না করায় পিতা শামসুল ইসলাম তার বাক প্রতিবন্ধি মেয়ে কোহিনূর (২২) কে গালমন্দ করেন। এতে কোহিনূর উত্তেজিত হয়ে পিতা শামসুল ইসলামকে লঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই শামসুল ইসলাম মারা যান।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ