জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে বিতর্কের তুঙ্গে সিধু

খেলার মাঠ থেকে রাজনৈতিক ইনিংস খেলে চলেছেন পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু। জঙ্গি হামলার নিন্দা
ইনকিলাব ডেস্ক : ভারতের সঙ্গে সংলাপে আবারো কাশ্মীর নিয়ে শর্তারোপ করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ভারতের সঙ্গে সংলাপ বা আলোচনায় বসতে আমরা প্রস্তুত। ভারত যদি কাশ্মীর ইস্যুতে সচেতন হয় তবে আলোচনার মাধ্যমে সংকট নিরসনে পাকিস্তানের কোনো আপত্তি নেই। তবে এই আলোচনা হতে গেলে যে ভারতকে কাশ্মীর সংকট সম্পর্কে সচেতন হতে হবে, পরিষ্কারভাবে তা জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আজারবাইজান সফরকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা বলেন ওয়াজ শরিফ। শরিফ বলেন, এই অঞ্চলে রাজনৈতিক অস্থিরতার মূল কারণ কাশ্মীর। এ বিষয়টিকে ভারতের অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়মনীতিকে শ্রদ্ধা দেখাতে হবে। তিনি আরো বলেন, পাকিস্তান বরাবরই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট নিরসনে আগ্রহী। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। প্রধানমন্ত্রী শরিফ দাবি করেন, তার সরকার রাজনৈতিক সহিষ্ণুতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে। ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।