Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, শিক্ষার্থীদের প্রদান করা হলো করোনার টিকা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ২:০৬ পিএম

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কভিড-১৯ এর টিকা প্রদান করা হয়। আজ (সোমবার) সকাল ১০ টায় উক্ত টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক, ডীন, প্রফেসর ডাঃ রনজিত কুমার দে ও প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেলসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। টিকা কার্যক্রমের উদ্বোধন করে উপাচার্য বলেন, করোনা টিকা গ্রহন করা অত্যন্ত জরুরী। বাংলাদেশ সরকারের উদ্যোগে টিকা কার্যক্রম সফলভাবে পরিচালিত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন তিনি। উপাচার্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ টিকা কার্যক্রম আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করায় সিলেট সিটি কর্পোরেশনের প্রতি আন্তিরক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভ্যাকসিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ