Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রার্থী হলেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক!

মাদারীপুর থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ৮:১৪ পিএম

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না দেয়ায় স্বতন্ত্র পদে চেয়ারম্যান প্রার্থী হলেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদার। তিনি মঙ্গলবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। সদর উপজেলায় আ’লীগের দলীয় মনোনয়ন না দেয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে দাবী করেছেন।
বায়েজিত হাওলাদার বলেন, ‘আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। সরকারী মাদারীপুর কলেজের ছাত্রলীগের সভাপতি ছিলাম, পরে জেলা ছাত্রলীগের সভাপতি হয়ে ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছি। আমি সাধারণ মানুষের জন্যে রাজনীতি করি, যে কারণে আমার নিজ জন্মভিটা সদর উপজেলার পাঁচখোলায় দীর্ঘ দিন মানুষের উপকার করেছি। আমি আ’লীগের কাছে চেয়ারম্যান হিসেবে দলীয় মনোনয়ন চেয়েছিলাম কিন্তু এ উপজেলায় আ’লীগের মনোনয়ন না দেয়ায় মানুষের ভালোবাসায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছি। মানুষ ভোট দিলে চেয়ারম্যান হয়ে মানুষের সেবা করবো।’
তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সদর উপজেলা আওয়ামীলীগের দুর্গ কিন্তু এ উপজেলায় নৌকা প্রতীক দেয়নি দল থেকে। আমি দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা রেখেই সাধারণ মানুষের জন্যে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমাকে ভোট দিলে মানুষের জন্যে কাজ করে যাবো।’
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭১ জন প্রার্থী রির্টানিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১৩৪ জন ও সাধারণ সদস্য পদে ৪০১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে এ উপজেলায় আ’লীগের কোন দলীয় মনোনয়ন দেয়া হয়নি। তবে ইসলামি শাসনতন্ত্র বাংলাদেশ ও জাকের পার্টির প্রার্থী ছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেয় হয়। আর বিএনপি কেন্দ্রীয় নির্দেশ মতে কোন প্রার্থী দেয়নি।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে ২ লাখ ২১ হাজার ৭৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে মনোনয়নপত্র জমাও দেয়া হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ