Inqilab Logo

মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯, ২২ শাওয়াল ১৪৪৩ হিজরী

ঢাকা মেডিকেলের সামনের সড়কে উচ্ছেদ অভিযান

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের সড়কে উচ্ছেদ অভিযান চলানো হয়েছে। গতকাল রোববার শাহবাগ থানার অসির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। শনিবার ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনের রাস্তায় এক মর্মান্তিক এম্বুলেন্স দুর্ঘটনায় ৫জন নিহত হওয়ার জের ধরে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
গতকাল দুপুরের দিকে এই অভিযান চালানো হয়। এসময় পথচারী ও রোগীদের চলাচলের সুবিধার্থে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনের অবৈধ দোকান পাট ও স্থাপনা এবং বেসরকারি ব্যক্তি মালিকানাধীন এম্বুলেন্সগুলোকে সেখান থেকে উচ্ছেদ করে দেয়া হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা মেডিকেলের সামনের সড়কে উচ্ছেদ অভিযান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ