টিএসসিতে বন্যার্তদের জন্য কনসার্ট, ৪ লাখ টাকার টিকিট বিক্রি

সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাদুর্গত মানুষের জন্য অর্থ সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুই দিনের কনসার্টে
চিত্রনায়িকা পপির বিয়ে এবং সন্তান হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে চলচ্চিত্রাঙ্গণে গুঞ্জণ রয়েছে। তবে এসব গুঞ্জণের জবাব পপি এখনও দেননি। জানা যায়, গত ২৮ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। এ ব্যাপারে পপির বাবা আবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পরিবার নিয়ে আমি অনেক দিন ধরেই খুলনায় আছি। শুনেছি পপি সন্তানসম্ভাবা। এসব নিয়ে নানা জনের নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। বাবা হিসেবে বেশ দুশ্চিন্তায় আছি। আমি বা আমার পরিবারের কেউই এ বিষয়ে কিছু জানি না। এমনকি পপির সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। এখন মেয়ে যদি বাবার ফোন না ধরে, তাহলে এই দুঃখ কাকে জানাব! আমরাও অপেক্ষায় আছি ওর খবর পাওয়ার। অন্যদিকে, বিয়ের পর পপি কোথায় বসবাস করছেন, এ নিয়ে দুটি গুঞ্জন রয়েছে। কারো ধারণা, গাজীপুরের এক ব্যবসায়ীকে বিয়ে করে সেখানেই স্থায়ী হয়েছেন তিনি। আবার আরেকটি সূত্রে জানা যায়, তিনি বসবাস করেন গুলশানে। এদিকে গত আগস্ট মাসে গণমাধ্যমে পপির মায়ের একটি ভিডিও বার্তা আসে। সেখানে তিনি দাবি করেন, পপি তার খোঁজ নেন না। এমনকি তারা একে-অপরের ঠিকানা পর্যন্ত জানেন না। তবে এসব ব্যাপারে পপি এখনও নিশ্চুপ ভূমিকা পালন করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।