Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গোবিন্দগঞ্জে বাসচাপায় মোটর শ্রমিক নিহত সড়ক অবরোধ

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা

গোবিন্দগঞ্জে বাসচাপায় রায়হান মিয়া (৪৫) নামে গতকাল সোমবার সকালে এক মোটর শ্রমিক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। নিহত রায়হান মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আশকোর আলীর ছেলে। স্থানীয় লোকজন জানায়, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা পরিবহন মালিক সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গতকাল সোমবার সকালে বগুড়া থেকে গাইবান্ধাগামী ভাই-বন্ধু পরিবহনের একটি বাস গোবিন্দগঞ্জ আসে। এ সময় গোবিন্দগঞ্জ পরিবহন মালিক সমিতির লোকজন চৌমাথা মোড়ে বাসটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু বাসের চালক দ্রুত গতিতে বাসটি চালিয়ে কোমর বাজার এলাকা পৌঁছলে মহাসড়কের উপর থাকা মোটর শ্রমিক রায়হান মিয়া বাসটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু চালক রায়হান মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের সুষ্ঠু বিচারের আশ্বাস ও হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। উল্লেখ্য, গাইবান্ধা-বগুড়া ও গাইবান্ধার সকল রুটে বাস চলাচল নিয়ে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিকের সাথে গোবিন্দগঞ্জ পরিবহন মালিকের অভ্যন্তরীণ কোন্দল চলছিল। কোন্দলের জের ধরে আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোবিন্দগঞ্জে বাসচাপায় মোটর শ্রমিক নিহত সড়ক অবরোধ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ