Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরিবহন বিড়ম্বনা বন্ধ হোক

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১২:০৬ এএম

ডিজেল ও পেট্রোলের দাম বৃদ্ধির ফলে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে অঘোষিত ধর্মঘটের যে ডাক দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ অযৌক্তিক। সহজ সমাধানের জন্য তারা সরকার বা সংশ্লিষ্টদের সাথে কথা বলে বিষয়টা সমাধান করতে পারতো। কিন্তু তাদের কোনো ঘোষণা ছাড়াই দেশব্যাপী পরিবহন ধর্মঘটের ফলে যাতায়াতে ব্যাপক ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে, যারা বিভিন্ন জেলা শহর থেকে ঢাকায় সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা দিতে এসেছে ও যারা প্রতিদিন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে সকাল সন্ধ্যা গণপরিবহনে যাতায়াত করে থাকে তাঁরা নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে। আবার অন্যদিকে ট্রাক, কাভার্ড ভ্যান না চলার ফলে দৈনন্দিন কাঁচাবাজারের পণ্যগুলো বাজারজাতকরণেও পোহাতে হচ্ছে ভোগান্তি, বেড়ে যাচ্ছে খরচ। আর তাই নিত্যপণ্যের দামও আকাশচুম্বী। সামনেই সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হবে। এমতাবস্থায় পরিবহন ধর্মঘট বন্ধ হোক এবং সরকারি পদক্ষেপে এবিষয়ে সহজ সমাধান আশা করি।

ইমরান খান রাজ
শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন