Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সান্তাহারের পত্রিকা বিক্রিতা আফজাল হোসেনের ইন্তেকাল

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

পত্রিকা নিয়ে বিক্রি করতে করতেই না ফেরার দেশে চলে গেলেন সান্তাহারের বিক্রেতা আফজাল হোসেন।
গতকাল রোববার সকাল সাড়ে ৯ টারদিকে সান্তাহার শহরের রেলগেটের ফলবাজার এলাকায় পত্রিকা বিক্রির সময় হঠাৎ করে রাস্তায় ঢলে পরেন এবং সেখানেই ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি----রাজুউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৭১) বছর।
সে নওগাঁর রানীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত কবেজ প্রামানিকের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন বন্ধু,বান্ধব রেখে গেছেন।
পিতা-মাতার সংসারের অভাব অনটনের কারণে পিতার সংসারে অর্থের যোগান দিতে ২০ বছর বয়স থেকে সান্তাহার জংশন স্টেশনে ও ট্রেনে ট্রেনে পত্রিকা বিক্রির পাশাপাশি সান্তাহার জংশন শহরের বিভিন্ন বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৫০ বছর ধরে প্রতিদিন নিয়মিত পত্রিকা বিক্রি করে আসছিলেন।



 

Show all comments
  • Mujahid ৮ নভেম্বর, ২০২১, ৬:৪৫ এএম says : 0
    করোনা ভাইরাস থেকে এই ধরনের মৃত্যু ঘটছে। বাংলাদেশের মানুষ এটা বোঝে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফজাল হোসেনের ইন্তেকাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ