দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের মানববন্ধন

জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক
ব্রাহ্মণবাড়িয়ায় ৯২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। রবিবার সকালে পৌর শহরের পশ্চিম মেড্ডা নোয়াপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে মাদকগুলো জব্দ করা হয়। তবে এ সময় মাদক বহনকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের পশ্চিম মেড্ডা নোয়াপাাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ৯২৫ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করে। আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যাওয়ায় কাউকে আটকে করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।