খারকভের উদী শহর পুরোপুরি মুক্ত

রুশ সশস্ত্র বাহিনী আক্রমণাত্মক অভিযানের মাধ্যমে খারকভ অঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ উদির বসতি মুক্ত করেছে। রাশিয়ার
পাকিস্তানের নৌসেনার গুলিতে মৃত্যু হয়েছে এক ভারতীয় মৎস্যজীবীর। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গুজরাটের ওখার কাছে শনিবার এই ঘটনা ঘটেছে।
গুজরাটের কাছে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল নৌকা জলপরী। নৌকায় ছিলেন সাতজন মৎস্যজীবী। ওখার কছে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সির (পিএমএসএ) সেনারা নৌকা লক্ষ্য করে গুলি চালায়।
দেবভূমি দ্বারকার পুলিশ সুপার সুনীল জোশী জানিয়েছেন, পাক সেনার গুলিতে যে ভারতীয় মৎস্যজীবী মারা গেছেন, তার নাম শ্রীধর রমেশ চামরে। বয়স ৩৩ বছর। বাড়ি মহারাষ্ট্রের পালঘরের ভাদরাই গ্রামে। রোববার তার লাশ ওখা বন্দরে নিয়ে আসা হয়। নভি বন্দর পুলিশ থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। সূত্র : ডয়চে ভেলে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।