বন্যার্তদের দুঃখ দূর্দশায় গোটা জাতি ব্যথিত
সিলেট,সুনামগঞ্জ, কুড়িগ্রামসহ বিভিন্ন বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষের দুঃখ দূর্দশায় গোটা জাতি ব্যথিত। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের পুর্নবাসনে সরকারকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে হবে। বন্যা
দিনাজপুরের হিলিতে ৪৫ গ্রাম হিরোইনসহ আমিনুল ইসলাম (৩৫) নামের এক পুলিশ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার রাতে উপজেলার চন্ডিপুর এলাকায় গাউসুল করিমের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যকে তার ভাড়া বাসা থেকে আটক করা হয়। বর্তমানে মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত আছেন। ইতিপুর্বে তিনি হাকিমপুর থানাতেই কর্মরত ছিলেন। আমিনুল ইসলাম লালমনিরহাট জেলা সদরের চড় খট্রামারি গ্রামের আবু হানিফের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।