Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফুলবাড়ীতে ভেজাল শিশু খাদ্য জব্দ জরিমানা

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার বেলা সাড়ে ১২টায় পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মোছাঃ হাফিজার বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ টন ভেজাল নুডুলস জব্দসহ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা। জব্দকৃত ভেজাল শিশু খাদ্য হিসেবে ব্যবহৃত নুডুলস্ বাজারজাতকারী হলেন, পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কাঁটাবাড়ি নয়াপাড়া গ্রামের মৃতঃ অফির উদ্দিনের মেয়ে হাফিজা (৪০)। জানা যায়, শিশু খাদ্য হিসেবে বাজারজাত করা মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল এই নুডুলস্গুলো ২ মাস আগে অবৈধ উপায়ে নাটোর থেকে সংগ্রহ করে হাফিজা বেগম শহরের বিভিন্ন স্থানে বিক্রি করছেন। উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা বলেন, প্রাণ কোম্পানির পরিত্যক্ত নুডুলস শিশুখাদ্য হিসেবে বিক্রয় ও বাজারজাতকরণের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জব্দকৃত মালামালের মালিক মোছাঃ হাফিজা বেগম (৪০)-এর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদিকে প্রাণ কোম্পানির রাঙ্গামাটি ফুলবাড়ী বিএমএল-এর (এ্যাডমিন) মোঃ আলতাব হোসেন জানান, প্রাণ-এর এই নুডুলসগুলো কোম্পানির ডিলারের মাধ্যমে মাছসহ পশু খাদ্য হিসেবে বিক্রয় করা হয়। কিন্তু মোছাঃ হাফিজা বেগম প্রাণের কোনো অনুমোদিত ডিলার নয়। তিনি আরও বলেন, কীভাবে সে এগুলো পেয়েছে তা আমরা খতিয়ে দেখছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুলবাড়ীতে ভেজাল শিশু খাদ্য জব্দ জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ