Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইউরোপীয় মানের ভিন্নধর্মী রেস্তোরাঁ উদ্বোধন

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরে আনুষ্ঠানিক উদ্বোধন হলো ইউরোপীয় মানের ভিন্নধর্মী রেস্তোরাঁ ‘ক্যাপ অ্যান্ড চিনো’। ‘ইউর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি’ ¯েøাগানে গত শুক্রবার এ রেস্তোরাঁর উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে রেস্তোরাঁটির উদ্বোধন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের সাংবাদিক মাইনুল হাসান সোহেল, ভোরের কাগজের সাংবাদিক মো: মিজানুর রহমান প্রমুখ। উদ্বোধনের পর দুপুরের খাবারের সঙ্গে আড্ডায় অংশ নেন সাংবাদিকরা। ইউরোপীয় মানের এই রেস্তোরাঁর অ্যালকোহল-ফ্রি ককটেইল এবং স্বল্প তেলের মুখরোচক আন্তর্জাতিক বিভিন্ন খাবার মন কাড়ে সাংবাদিকদের। গরীব-এ-নেওয়াজ এভিনিউয়ের ৩৪ নং বাড়ির ক্যাপ অ্যান্ড চিনোর বিশেষত্বের মধ্যে রয়েছে প্রায় ৩০ ধরনের অ্যালকোহল-ফ্রি ককটেইল, জার্মান, কোরিয়ান, জাপানিজ খাবার, ইতালীয় কফি ছাড়াও আরো অনেক কিছু। এই রেস্তোরাঁর ব্যবস্থাপনা ও সার্বিক দায়িত্বে রয়েছেন জার্মান ফেরত দুই প্রবাসী বন্ধু আসাদুজ্জামান মোহাম্মদ রুমন এবং ইসমাঈল হোসেন রাসেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপীয় মানের ভিন্নধর্মী রেস্তোরাঁ উদ্বোধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ