মঠবাড়িয়ায় বাসচাপায় নিহত ১, আহত ২
পিরোজপুরের মঠবাড়িয়ার চরখালী-মঠবাড়িয়া সড়কের মুসল্লিবাড়ি লালপুল নামক স্থানে শুক্রবার সকালে হানিফ পরিবহনের পাথরঘাটাগামী একটি বাসচাপায় হারুন অর রশীদ শেখ (৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সম্মানিত মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী সাহেব গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা এপোলো হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু রোগমুক্তি কামনায় মীলাদ ও দুআ মাহফিল করেছে আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা ও মহানগর শাখা।
গতকাল (৮ নভেম্বর) সোমবার বাদ মাগরিব, হযরত শাহজালাল (র.) এর মাযার প্রাঙ্গণে জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান’র সভাপতিত্বে ও মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশার পরিচালনায় অনুষ্ঠিত মীলাদ ও দুআ মাহফিলে উপস্থিত ছিলেন আল ইসলাহর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান, সিলেট জেলার সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান,
সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক ও জকিগনজ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আখতার হোসাইন জাহেদ, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ,সিলেট জেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রউফ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক, সিলেট মহানগরী তালামীযের সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাকের, জেলা আল ইসলাহ নেতা মাওলানা বদরুদ্দীন আল আমীন, মাওলানা শাব্বির আহমদ প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।