Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে রাসায়নিকের গুদামে আগুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১০:০৭ পিএম | আপডেট : ১০:২৭ পিএম, ৯ নভেম্বর, ২০২১

নগরীর সদরঘাটে একটি গুদামে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি স্টেশনের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। কি থেকে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। স্থানীয়রা জানান ওই গুদাম রাসায়নিক রয়েছে। গুদামটিতে হাইড্রোজেন সালফেটসহ বিভিন্ন ধরনের রাসায়নিক মজুদ আছে বলেও জানান তারা।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশও আছে। যেহেতু রাসায়নিকের ‍গুদাম, আশপাশে জানমালের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে আমরা সচেষ্ট আছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ