সৈয়দপুরে শর্ত মেনে কিনতে হচ্ছে সয়াবিন তেল
নীলফামারী সৈয়দপুরে প্রতি লিটার বোতলজাত তেলের সঙ্গে প্রয়োজন না হলেও ১ থেকে ২ কেজি অন্য পণ্য নিতে বাধ্য করছে দোকানিরা। কোথাও আবার সরিষার তেল কিনতে
জমিয়তুল মোদার্রেছীন বাংলাদেশ রাউজান উপজেলার প্রধান উপদেষ্টা ও প্রাচীনতম রাউজান গহিরা এফকে বহুমুখী কামিল মাদ্রাসার বর্তমান প্রিন্সিফাল আলহাজ্ব আল্লামা ইব্রাহীম নঈমী (৫৯)বুধবার বিকালে কমলাপুর রেলওয়ে স্টেশানে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজিউন।আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় গহিরা কামিল মাদ্রাসা ময়দানে প্রথম নামাজে জানাযা এবং বেলা ২ টায় হাটহাজারী নোমানীয়া মাদ্রাসা ময়দানে ২য় দফা নামাজে জানাযা শেষে নোমানীয়া মাদ্রাসা সংলগ্ন কবরাস্থানে তাঁকে দাপন করা হবে।গহিরা কামিল মাদ্রার উপাধ্যক্ষ মাওলানা নুরুল মোনাওয়ার চৌধুরী সন্দ্যা সাড়ে ৭ টার দিকে ইনকিলাবকে জানান আমাদের অধ্যক্ষ আল্লামা ইব্রাহীম নঈমি হুজুর,দারুল ইসলাম কামিল মাদ্রাসার প্রিন্সিফাল আল্লামা রফিক আহমদ ওসমানী ও আমাদের মাদ্রার লাইব্রিয়ান মাওলানা আবদুল কুদ্দুছ সাহেব সহ মঙ্গলবার রাতে তূর্নানিশিতা ট্রেন যোগে ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডে গিয়েছিলেন চলতি বছরের ২রা ডিসেম্বর থেকে শুরু হওয়া আলীম পরিক্ষার্থিদের প্রবেশপত্র আনার জন্য।প্রবেশ পত্র সহ যাবতীয় কাজ শেষ করে বুধবার বিকাল সাড়ে চারটায় চট্টগ্রামের উদ্যশ্যো ফিরার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশানে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে বসেছিলেন ৩জনই।সীটে বসার কয়েক মিনিটের মধ্য ইব্রাহীম নঈমী ঢলে পড়েন সীটে।তৎক্ষনাৎ ২সহকর্মি ও ট্রেনের দায়িত্বরত গার্ডসহ হুজুরকে নিছে নামিয়ে আনেন।সেখান থেকে একটি এমবুলেঞ্চ করে হুজুরকে নেওয়া হয় ইসলামী ব্যাংক হাসপাতালে।সেখানে কর্তব্যবরত চিকিৎসক হুজুরকে মৃত ঘোষনা করেন।এরিপোট লেখা পর্যন্ত হুজুরের লাশবাহী গাড়ি ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন বলে জানান উপাধ্যক্ষ নুরুল মোনাওয়ার চৌধুরী।এদিকে প্রবীন আলেম ইব্রাহীম নঈমী ১৯৮০সালে গহিরা মাদ্রাসায় সহকারী মৌলভী পদে যোগদান করে সুনামের সহিত ৩১বছর চাকুরী জীবন পার করছিলেন।কাজের দক্ষতা ও বন্ধু সুলব আচরনের অধিকারী আল্লামা নঈমী ২০১২সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রিন্সিফালের মত গুরু দায়িত্ব পালন করে আসছিলেন।তিনি স্ত্রী,৩ছেলে ১মেয়ে সহ হাজারো ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি,উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,ব্যবসায়ী আলহাজ্জ জাহাঙ্গীর আলম খাঁন,পৌরমেয়র জমির উদ্দিন পারভেজ,প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন,জমিয়তুল মোদার্রেছীন রাউজান উপজেলা সভাপতি অধ্যক্ষ আলহাজ্জ আল্লামা হাফেজ আবু জাফর সিদ্দিকী,রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন সহ গহিরা কামিল মাদ্রাসার সকল শিক্ষক,কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।