Inqilab Logo

বুধবার, ১৯ জানুয়ারী ২০২২, ০৫ মাঘ ১৪২৮, ১৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

বিএনপি-জামায়াত দেশের রেল ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল: রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ৩:৪৯ পিএম

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার দেশের রেল ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। বর্তমান সরকার ধ্বংসপ্রাপ্ত রেল ব্যবস্থাকে আধুনিকায়ন করেছে।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইল স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষে স্টেশন আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য ছানোয়ার হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি.এন. মজুমদার, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেলমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ