Inqilab Logo

বুধবার, ১৯ জানুয়ারী ২০২২, ০৫ মাঘ ১৪২৮, ১৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

ভারত-শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৪১ প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ভারতের দক্ষিণাঞ্চলে এবং শ্রীলঙ্কায় কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশদুটির কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির তোড় কমে আসবে বলে আশা করছেন আবহাওয়া পূর্বাভাসবিদরা। বন্যায় আটকে পড়াদের দুর্ভোগ কমাতে জোর প্রচেষ্টাও চলছে। ভারতের আবহাওয়া বিভাগ আগামী কয়েকদিনেও বৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু সড়ক ও নিচু এলাকাগুলোতে বন্যা দেখা যেতে পারে বলে সতর্ক করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, নিম্নচাপ সরে যাওয়ায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে বলেই ধারণা করা হচ্ছে। “খারাপ পরিস্থিতির অবসান হয়েছে, তবে মাঝেমধ্যে বৃষ্টি গতে পারে। আজও এরকম হঠাৎ হঠাৎ বৃষ্টি হতে পারে, দীর্ঘ বিরতি দিয়ে দিয়ে, তবে বিপদের কিছু নেই,” বলেছেন সৌখিন আবহাওয়াবিদ প্রদীপ জন। বৃষ্টি-বন্যা শ্রীলঙ্কায় ২৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে, এদের বেশিরভাগই পানিতে ডুবে মারা গেছে; এর বাইরে ভূমিধসেও ৫ জন আহত হয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা। তামিল নাড়ুতে ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন। রাজ্যটির রাজধানী চেন্নাইয়ের বেশিরভাগ অংশ এখনও জলমগ্ন; কোমর পানিতে ডুবে থাকা অনেক এলাকা থেকে পানি সরাতে পাম্প ব্যবহার করতে হচ্ছে। নিচু এলাকাগুলোর কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়েও নেওয়া হয়েছে, বলেছেন কর্মকর্তারা। তামিল নাড়ুর অনেক স্কুল ও কলেজ এখনও বন্ধ, অনেক রুটে ট্রেন যোগাযোগও শুরু করা যায়নি। রয়টার্স। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-শ্রীলঙ্কা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ