সাভারে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত তরুনীর লাশ উদ্ধার
ঢাকার সাভারে অজ্ঞাত পরিচয় প্রায় ২০বছর বয়সী এক তরুণীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্ত। মঙ্গলবার নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে
রংপুর মেডিকেল কলেজের ছাত্রাবাস থেকে মুসফিকুর রহমান (২৬) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজের পিন্নু ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুন নবী লাইজু জানিয়েছেন, মুসফিকুর রহমান শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি নীলফামারী জেলায় এবং তার বাবার নাম গোলাম মোস্তফা। দুবছর আগে তার পাশ করার কথা ছিল। তার সহপাঠী অনেকেই ইন্টার্নশিপ শেষ করেছে। তার উচ্চ রক্তচাপ ছিল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পিন্নু ছাত্রাবাস থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি আত্মহত্যা কিনা ময়না তদন্তের রিপোর্ট না দেখে কিছু বলা যাচ্ছেনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।