Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাজার সড়কে চলাচলে সীমাহীন দুর্ভোগ

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) থেকে

কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারের প্রধান সড়কটির বেহাল দশায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিনেও সড়কটির সংস্কার না করায় বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ছয়টি গুরুত্বপূর্ণ বাজারের মধ্যে ধোড়করা বাজার অন্যতম। চিওড়া-ঢালুয়া সড়কের মাঝামাঝি অবস্থিত বাজারটিতে চিওড়া, জগন্নাথ, কনকাপৈত ইউনিয়নের লোক ছাড়াও পার্র্শ¦বর্তী নাঙ্গলকোট উপজেলার কয়েকটি ইউনিয়নের লোকজন প্রয়োজনীয় কেনাকাটা করতে আসে। কিন্তু দীর্ঘদিন ধরে ধোড়করা-কনকাপৈত সড়কে বাজারের প্রাণকেন্দ্র থেকে উত্তর দিকে বিরাট অংশে খানাখন্দের কারণে যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে ধোড়করা উচ্চ বিদ্যালয় গেটের সামনেই পানি জমে থাকা ও কাদার কারণে ছাত্র-ছাত্রীসহ সর্বসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছে। এব্যাপারে ধোড়করা বাজার পরিচালনা কমিটির সভাপতি হাফেজ নজির আহমেদ বলেন, ‘বাজারের গুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দের কারণে দুর্ভোগের শেষ নেই। শিগগিরই সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য তিনি রেলমন্ত্রী মুজিবুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজার সড়কে চলাচলে সীমাহীন দুর্ভোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ