Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

তানোরে বিধবার বাড়ি ভাঙচুর ও লুটপাট

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা

রাজশাহীর তানোর পৌর সদরের গুবিরপাড়া গ্রামে প্রতিপক্ষ প্রভাবশালীরা এক বিধবার ঘর ভাঙচুর ও লুটপাট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ১৬ অক্টোবর বিধবা নেকজান বেওয়া বাদি হয়ে খুরশেদ ও আফাজ আলী আফাসহ ৬ জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। চলতি বছরের ১৬ অক্টোবর রোববার সকালে তানোর পৌর সদরের গুবিরপাড়া গ্রামে প্রকাশ্যে দিবালোকে বিধবার এই ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এদিকে বসবাসের একমাত্র অবলম্বন ঘর ভাঙচুর করায় ওই বিধবা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, তানোর পৌর সদরের গুবিরপাড়া গ্রামে ফয়েজ উদ্দিন দেশ স্বাধীনের পর থেকে বাড়ি-ঘর নির্মাণ করে পরিবারসহ সেখানে বসবাস ও শান্তিপূর্ণভাবে সম্পত্তি ভোগদখল করে আসছেন। ফয়েজ উদ্দিনের মৃত্যুর পর তার স্ত্রী নেকজান বেওয়া তার এক কন্যা ও কন্যার সন্তানকে {নাতি} নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু ওই সম্পত্তির ওপর রাজনৈতিক পরিচয়ের একটি প্রভাবশালী মহলের লোলপদৃষ্টি পড়ে। উপজেলা যুবলীগের প্রভাবশালী এক নেতার নেপথ্যে মদদে খুরশেদ ও আফা গংরা বিভিন্ন কৌশল অবলম্বন করেও ওই সম্পত্তি হাতিয়ে নিতে না পেরে ওই বিধবাকে উচ্ছেদের পরিকল্পনা করে বিভিন্ন কৌশলে অপতৎপরতা শুরু করে। এই অবস্থায় গত ১৬ অক্টোবর রোববার সকালে আফাজ আলী আফা তার লোকজন নিয়ে বিধবার ঘর ভাঙচুর ও লুটপাট করে। ফলে বিধবা নেকজান বেওয়া পরিবার নিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তানোরে বিধবার বাড়ি ভাঙচুর ও লুটপাট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ