আন্দোলনের নামে হামলা-ভাঙচুর, বোমাবাজি করলে কঠোর ব্যবস্থা : তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আন্দোলনের নামে কেউ হামলা-ভাঙচুর
ইউনেস্কোর এসডিজি- ৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান।
এক অভিনন্দন বার্তায় ভিসি বলেন, 'এরূপ গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় এসডিজি-৪ এর মূল লক্ষ্যপূরণে তিনি বৈশ্বিক পরিম-লে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবেন। দক্ষ নেতৃত্ব দিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভূক্তিমূলক এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে তাঁর কাজ করার সুযোগ আরও বৃদ্ধি পাবে।'
ভিসি আশাবাদ ব্যক্ত করে বলেন, 'বৈশ্বিক আকাক্সক্ষক্ষা বিবেচনায় এসডিজি-৪ এর লক্ষ্যমাত্রার বিষয়ে শিক্ষামন্ত্রী নিজ নিজ দেশের অঙ্গীকার, প্রাধিকারের বিষয়গুলি সমাধানে এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।'
তিনি আরও বলেন, 'শিক্ষামন্ত্রীর এরূপ স্বীকৃতির পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা এবং বিশ্বব্যাপী তাঁর সমাদৃত অবস্থান গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে কাজ করেছে।'
গত ১০ নভেম্বর ইউনেস্কোর সদর দপ্তরে হাই লেভেল সেগমেন্ট অফ-২০২১ গ্লোবাল এডুকেশন মিটিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ইউনেস্কোর এসডিজি- ৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত করা হয়। এসডিজি- ৪ অর্জনে সদস্য দেশসমূহের কার্যক্রম জোরদার করা ও সহযোগিতা করার জন্য নতুন করে এই হাই লেভেল স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।