Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

টোটাল-এর মোটরসাইকেল ইঞ্জিন ওয়েল এখন রাজশাহী ও রংপুরে

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বৃহত্তর রাজশাহী ও রংপুর বিভাগে সুপার স্ট্রং ফিল্ম (এসএসএফ) টেকনোলজি সম্পন্ন টোটাল হাই-পিইআরএফ ফোর টি স্পেশাল মোটরবাইক অয়েল বাজারজাতকরণ শুরু করলো টোটাল লুব্রিকেন্টস। চাঁপাইনবাবগঞ্জে রবিবার থেকে উদ্বোধনী ক্যাম্পেইন শুরু হয়েছে। পর্যায়ক্রমে নাটোর, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার ফিলিং স্টেশনগুলোতে এ ক্যাম্পেইন চলবে। এর আগে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বাজারজাত করা হয় এ মোটরবাইক অয়েল। সিঙ্গাপুর থেকে আমদানিকৃত এই বিশেষ ইঞ্জিন অয়েল ম্যানুয়াল গিয়ারসহ সকল প্রকার ফোর স্ট্রোক ইঞ্জিন সম্পন্ন মোটর বাইককে সুরক্ষা দেবে। টোটাল হাই-পিইআরএফ ফোরটি স্পেশালে রয়েছে সুপার স্ট্রং ফিল্ম (এসএসএফ) টেকনোলজি, যা মোটর সাইকেলের ইঞ্জিনকে স্প্রিংয়ের মত সুরক্ষা দেয়। সাধারণ লুব্রিকেন্টস ওয়েল মোটর বাইককে সুরক্ষা দিতে ইঞ্জিনকে সর্বোচ্চ মাত্রায় ব্রেক করতে হয়। টোটাল লুব্রিকেন্টসের হাই-পিইআরএফ ফোর টির এসএসএফ টেকনোলজি ইঞ্জিনের সকল প্রকার চাপ শোষণ করে এবং ব্রেক করা থেকে মুক্ত রাখে। টোটাল হাই পিইআরএফ ফোর টি স্পেশালের প্রতিটি অনু, ইঞ্জিনকে অধিক ঘর্ষণ থেকেও সুরক্ষা দেয়। সাধারণ লুব্রিকেন্টস অয়েলের চেয়ে হাই পিইআরএফ ফোর টি স্পেশাল সম্পন্ন টোটাল লুব্রিকেন্টস ইঞ্জিনকে ১০ গুণ পর্যন্ত সুরক্ষা দেয় এবং ৬৫ শতাংশ পর্যন্ত পরিষ্কার রাখার মাধ্যমে চরম চাপ মুক্ত রাখে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টোটাল-এর মোটরসাইকেল ইঞ্জিন ওয়েল এখন রাজশাহী ও রংপুরে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ