Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

৪ মাসে কোরআন মুখস্থ করল স্কুলছাত্র সাফওয়ান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ২:৩২ পিএম

মাত্র তের বছর বয়সী সাফওয়ান। বাবার চাকরির সুবাদে থাকত চট্টগ্রামের পাহাড়তলীতে। বাসার পাশের পাহাড়তলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা চলত তার। কিন্তু করোনা মহামারিতে স্কুলের ছিল দীর্ঘ বিরতি। আর এই সময়টি কাজে লাগানোর চিন্তা এলো মাথায়। পরিবারের সঙ্গে পরামর্শ করে ঠিক করল— অলস বসে না থেকে বিরতিতে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হবে।

মেধাবী এ কিশোর সম্পর্কে তার বড় ভাই হাফেজ মুহাম্মদ সুলাইমান জানান, আমরা চার বোন ও দুই ভাইয়ের মধ্যে সফওয়ান সবার ছোট। খুবই নরম প্রকৃতির ও। স্কুলে পড়তে চাইত। কিন্তু এক্ষেত্রে বলা যায়-করোনা আমাদের জন্য ‘কল্যাণ’ নিয়ে এসেছে। করোনার বিরতিতে ও হিফজ পড়তে আগ্রহ প্রকাশ করে। পরে আমরা পরিবারের সবাই ওকে মাদরাসায় ভর্তি করাই এবং বিস্ময়করভাবে মাত্র ১২১ দিনে হিফজ শেষ করল আলহামদুলিল্লাহ! ওর এই কীর্তিতে আব্বু-আম্মু এতটাই খুশি হয়েছে যে, দুইজনের চোখেই আনন্দাশ্রু ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ