Inqilab Logo

বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২, ২৩ আষাঢ় ১৪২৯, ০৭ যিলহজ ১৪৪৩ হিজরী

খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ২:৫০ পিএম

ভোরের আলো ফোটার আগে থেকেই আকাশে কালো মেঘ জমে ছিল। দুপুর হতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমে আসে শহরের বুকে। দুপুর ১ টার পর খুলনায় বৃষ্টি শুরু হয়। এতেই ভিজে গেছে গোটা শহর। আরও শীতল হয়েছে প্রকৃতি। বৃষ্টিতে শহরের পিচঢালা পথের সঙ্গে ভিজেছে শীতে রুক্ষ হয়ে যাওয়া সবুজ পাতারা। প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। তবে হঠাৎ বৃষ্টির কারণে দূর্ভোগে পড়তে হয়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে। বৃষ্টির কারণে শীত কিছুটা বেশী অনুভূত হচ্ছে।

খুলনার আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আকাশে মেঘ জমার কারণে খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আরো দু একদিন থাকবে। তাপমাত্রাও সামান্য হ্রাস পাবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃষ্টি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ