Inqilab Logo

ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২ আশ্বিন ১৪২৭, ০৯ সফর ১৪৪২ হিজরী
শিরোনাম

চলচ্চিত্রে অভিনয় করতে চান সুজানা

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী সুজানা চলচ্চিত্রে অভিনয় করতে চান। সদ্য মুক্তিপ্রাপ্ত অমিতাভ রেজার আয়নাবাজি সিনেমাটি দেখার পর তার নায়িকা হওয়ার ইচ্ছা জেগেছে। সিনেমাটি দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি অনুপ্রেরণাও পেয়েছেন তিনি। এমনই একটি চলচ্চিত্রে অভিনয় করতে চান সুজানা। সুজানা বলেন, আমি চলচ্চিত্রে অভিনয় করব। এর আগেও অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু ভালো গল্প, চরিত্র, সহশিল্পী ও দক্ষ পরিচালক না পাওয়ায় অভিনয় করা হয়ে ওঠেনি। স¤প্রতি আয়ানাবাজি দেখে মুগ্ধ হয়েছি। চলচ্চিত্রে অভিনয় করলে, এমন গল্পই আমি চাই। উল্লেখ্য, সুজানা গত এক যুগ মিডিয়ায় কাজ করছেন। বিশেষ করে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বর্তমানে টিভি নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। পাশাপাশি মিউজিক ভিডিও নিয়েও ব্যস্ত রয়েছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্রে অভিনয় করতে চান সুজানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ