আফগান কেন্দ্রীয় ব্যাংকের তহবিল ছেড়ে দিন

নোবেল বিজয়ী জোসেফ স্টিগলিজসহ ৭০জনেরও বেশি অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞ গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে
ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৬৮ জন বন্দি নিহত হয়েছেন। গোয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারিতে এই দাঙ্গা হয়েছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে। খবরে বলা হয়, পুলিশের কৌশলগত ইউনিট, যারা কারাগার ভবনে প্রবেশ করে, তারা বন্দুক ও বিস্ফোরক খুঁজে পায়। শুক্রবারের দাঙ্গায় ২৫ জন আহত হয়েছেন। এ মাসের শুরুর দিকে একটি ছোট সশস্ত্র সংঘর্ষের তিন জন বন্দিকে গুলি করে হত্যা করা হয়েছিল। দেশটির কর্মকর্তা জানিয়েছেন, গত সেপ্টেম্বরে কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে শতাধিক বন্দি নিহত হন। চলতি বছর এ পর্যন্ত দেশটির বিভিন্ন কারাগারে প্রায় ৩০০ বন্দির এভাবে সংঘর্ষে মৃত্যু হয়। তবে সেপ্টেম্বরের ওই সহিংসতা সবচেয়ে ভয়াবহ ছিল। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।