Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানবী (সা.)-এর জীবনী পড়ে ইসলাম গ্রহণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

মহানবী (সা.)-এর জীবনী পড়ে মুগ্ধ হয়ে যান বুলগেরিয়ান নারী স্পাস্কা ইভানোভা। তারপর ইসলামের দিকে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছেন ৮০ বছর বয়সী এ নারী। তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে এডিরন শহরের দারুল ইফতায় এসে ইসলাম গ্রহণ করেন তিনি। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। জানা যায়, ইসলামের বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন পড়াশোনার পর বুলগেরিয়ার পর্যটক স্পাস্কা ইভানোভা ইসলাম গ্রহণ করেন। এর আগে মহানবী (সা.)-এর জীবনী পড়ে তিনি খুবই প্রভাবিত হন। ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে রাখেন ফাতেমা। এক বিবৃতিতে ফাতেমা জানান, কয়েকবছর যাবত ইসলাম ধর্ম বিষয়ক বিভিন্ন গবেষণা পাঠ করছিলেন তিনি। এ সময় তিনি হযরত মুহাম্মাদ (সা.)-এর জীবনী গভীর মনোযোগ দিয়ে পাঠ করেন। যা তার অন্তরে গভীরভাবে রেখাপাত করে। যার ফলে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন। এডিরন শহরের দারুল ইফতা বিভাগে বুলগেরিয়ান নারীর ইসলাম গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় মুফতির পক্ষ থেকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয় বুলগেরিয়ান নারীকে। আনাদোলু এজেন্সি।



 

Show all comments
  • salman ১৫ নভেম্বর, ২০২১, ৬:২৭ এএম says : 0
    Ma Sha Allah, Alhamdulillah
    Total Reply(0) Reply
  • S.M.Sabuj islam ২১ নভেম্বর, ২০২১, ১০:১৬ পিএম says : 0
    ইসলামের বিজয় সুনিশ্চিত !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহানবী (সা.)-এর জীবনী পড়ে ইসলাম গ্রহণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ