Inqilab Logo

সোমবার, ২৪ জানুয়ারী ২০২২, ১০ মাঘ ১৪২৮, ২০ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

কটিয়াদীতে সাকার ফিস

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

কিশোরগঞ্জের কটিয়াদীর উপজেলার পাশে আড়িয়াল খাঁ নদীতে জেলের জালে ধরা পড়ল কালো বর্ণের ডোরাকাটা এক বিরল প্রজাতির মাছ। মাছটিকে দেখতে উৎসুক জনতার ভিড় জমায়। গতকাল কটিয়াদি বাজারের পার্শ্ববর্তী আড়িয়াল খাঁ নদীতে মাছটি ধরেন জেলে সবুজ মিয়া। জেলে সবুজ মিয়া জানান, জাল দিয়ে আড়িয়াল খাঁ নদীতে যাই। এ সময় কয়েকবার জাল পানিতে ফেলে বিভিন্ন প্রজাতির দেশিয় মাছ পাই। হঠাৎ আরেকবার অন্যান্য মাছের সঙ্গে এই অদ্ভুত মাছও দেখতে পাই। কালো রঙয়ের মাছটির মাঝে ডোরাকাটা দাগ রয়েছে। এটি প্রথমে দেখে ভয় পেয়ে যাই। পরে যখন মাছটি পাড়ে তুলে নিয়ে আসি, বাজারের মানুষজন এটা দেখতে ভিড় করে। তারা বিভিন্ন নাম দেয় এই মাছের। কেউ বলে রাক্ষুসে মাছ, কেউ বলে পাখি মাছ। পরে একজন মোবাইলে ছবি তুলে ইন্টারনেটে সার্চ করে দেখেন যে এটা ‘সাকার ফিস’।’
মাছটি সম্পর্কে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘লোকমুখে মাছটি সর্ম্পকে জানতে পারি। পরে খোঁজ নিয়ে দেখি সেটি ‘সাকার ফিস’। এটি দেশিয় কোনো মাছ নয়। মাছটি অনেক সময়ই বিভিন্ন খাল-বিল ও নদী-নালায় জেলেদের জালে ধরা পড়ে। মাছটির জীবনশক্তি অনেক প্রকট। এ মাছটি দেখতে যেমন ভয়ংকর, কাজেও ভয়ংকর। এ মাছটির বংশবিস্তার আমাদের দেশিয় মাছের জন্য হুমকি। মাছটি পানিতে থাকা অবস্থায় আশপাশের ছোট মাছ খেয়ে ফেলে। যদি এমন আরও মাছ এ নদীতে থেকে থাকে তাহলে অন্যান্য দেশিয় মাছের জন্য ক্ষতিকারক হতে পারে।’ 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন