Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সায়দাবাদে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১১:২৪ এএম

যাত্রাবাড়ীর সায়েদাবাদে একটি মার্কেটের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রিপন মিয়া (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে শেখ হাসিনা ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত রিপনের ৬০ শতাংশ দগ্ধসহ শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বলেন, বর্তমানে আবুল কালাম ৮০ শতাংশ, শফিকুল ইসলাম ৭৮ শতাংশ ও কবির হোসেন ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে রোববার (১৪ নভেম্বর) বিকেলে ৩৪ শতাংশ দগ্ধ নিয়ে বিশ্বনাথ (৬০) মারা যান।

উল্লেখ্য, শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলিন্ডার বিস্ফোরণের এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ ৬ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আনা হয়। দগ্ধরা হলেন- আবুল কালাম (৫০), শামসুদ্দিন রবিন (৪০), শফিকুল ইসলাম (৪০), কবির (৩৮), রিপন (৪৫) ও বিশ্বনাথ (৬৫)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিদগ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ