Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অবশেষে সেই জামার্ন নারী সুনামগঞ্জে খোঁজ পেলেন বিড়ালের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ৭:৩২ পিএম

হারিয়ে যাওয়া বিড়াল লিওর খোঁজ পেয়েছেন সেই জার্মান নারী ওয়াসিমান। বিড়ালের খোজে দীর্ঘ দেড় মাস ধরে অবস্থান করেছিলেন সুনামগঞ্জের তাহিরপুরে। সোমবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের রায় পাড়া থেকে ছাত্রলীগ নেতা ধীমান চন্দ্র ও তার কয়েকজন বন্ধু মিলে লিওকে আটক করে। এ বিষয়টি নিশ্চিত করেছেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান।

লিওকে উদ্ধার করা ধীমান চন্দ্র জানান, হাওর ভালোবেসে ঘুরতে এসেছিলেন টাঙ্গয়ার হাওরে মাস খানেক আগে জার্মান নাগরিক জুলিয়া ওয়াসিমান। সাথে ছিল তার প্রিয় বিড়াল লিও। ফেরার সময় তাহিরপুর মেশিনবাড়ি ঘাটে হারিয়ে যায় লিও। আগেও অনেকবার লিওর মতো বিড়াল গ্রামবাসী উদ্ধার করেছিল। তবে এদের মধ্যে কোনোটিই লিও ছিল না। আগেও উদ্ধারের খবর পেয়ে জুলিয়া ওয়াসিমান ৬ বার ঢাকা থেকে তাহিরপুরে এসেছেন। তবে এবার উদ্ধার হওয়া বিড়ালটি 'লিও' সেটা ছবি দেখে জুলিয়া নিশ্চিত করেছেন।

এছাড়া জুলিয়া বলেন, লিওকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে কয়েকজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ