Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চরাঞ্চলে অচেনা মানুষের আনাগোনা!

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

টি এম কামাল, কাজিপুর (সিরাজগঞ্জ) থেকে

সিরাজগঞ্জের যমুনা নদীর পূর্ব তীরের বিস্তীর্ণ চরাঞ্চলে নতুন মুখের লোকজনের আনাগোনা বেড়েছে। যমুনার চরাঞ্চলে বসবাসকারীসহ বিভিন্ন পণ্য নিয়ে মূল ভূখ-ে যাতায়াতকারী লোকজনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। চরাঞ্চলের বাসিন্দারা জানান, সিরাজগঞ্জের কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার একটি বিরাট অংশ চরাঞ্চলে অবস্থিত। এছাড়া চৌহালী উপজেলার সদরসহ প্রায় ৮০ ভাগ এলাকাই যমুনার চরে অবস্থিত। যমুনা চরের গ্রামগুলোর সঙ্গে পার্শ্ববর্তী অন্যান্য জেলার যোগাযোগ রয়েছে। কোন কোন ক্ষেত্রে এসব চর সিরাজগঞ্জ জেলার অন্তর্ভুক্ত হলেও পার্শ্ববর্তী জেলার সঙ্গে তুলনামূলকভাবে সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের সঙ্গে জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ সদর, চৌহালী উপজেলার চরের সঙ্গে টাঙ্গাইল, শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের সঙ্গে পাবনার যোগাযোগ রয়েছে। যমুনার দুর্গম চরাঞ্চলগুলোতে অবস্থানগত কারণে জঙ্গিবাদ দল সহ বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের ক্যাডার ছাড়াও চোর, ডাকাতের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কোন জেলা থেকে চরাঞ্চলে অভিযান চালানো হলেই অপরাধীরা পার্শ্ববর্তী জেলার এলাকায় চলে যায়। এভাবে বেশিভাগ ক্ষেত্রেই দুর্র্বৃত্তরা প্রশাসনের নাগালের বাইরে থাকার সুযোগ পায়। ২০০২ সালে সিরাগঞ্জে রাঙ্গুনীবাড়ি পুলিশ ক্যাম্পে চরমপন্থীদের হামলা ৪ পুলিশ খুন ও ১৪৭ রাউন্ড বুলেটসহ ৯টি রাইফেল লুটের ঘটনার আগেও সদর উপজেলার বাগভামরা, বেলকুচি উপজেলার নাকফাট্রা, ষোলাত জাঙ্গালিয়া, চৌহালী উপজেলার মিরকুটিয়া, শৈলজানা, ওমরপুরসহ বিভিন্ন চরে নতুন মুখের লোকজনের আনাগোনা বেড়েছিল। বর্তমানেও সিরাজগঞ্জের রূপসা, ললিন, কাজিপুরের নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ী, তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুরনগর, মাইজবাড়ী ও শুভগাছা ইউনিয়নে, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলের গ্রামে নতুন মুখের লোকজনের আনাগোনা আবারও বেড়ে গেছে। যে কোন সময় আবারও এসব চরাঞ্চলে দুর্ঘটনা ঘটতে পারে। চরাঞ্চলের একাধিক সূত্র জানায়, যোগাযোগ ব্যবস্থার অসুবিধার কারণে তারা এসব লোকজনের আনাগোনার প্রতিবাদ করতে পারেন না। চরে পুলিশি তৎপরতা শুরু হলেই এসব লোকজন ঘন ঘন অবস্থান পরিবর্তন করে। এ ব্যাপারে যোগাযোগ করলে কাজিপুর থানার ওসি সমিত কুমার কুন্ডু জানান, চরাঞ্চলে নতুন মুখের লোকজনের আনাগোনা সম্পর্কে তারা কোন অভিযোগ পাননি। তবে, সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চরাঞ্চলে অচেনা মানুষের আনাগোনা!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ