Inqilab Logo

বুধবার, ১৯ জানুয়ারী ২০২২, ০৫ মাঘ ১৪২৮, ১৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী
শিরোনাম

ধর্ষণ চেষ্টার অভিযোগ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক উপজাতি নারী (৪০) কে ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রায় ১ মাস পর অভিযোগ নিয়েছে গোমস্তাপুর থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত সোমবার গোমস্তাপুর থানায় ২য় দফায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত ২৩ অক্টোবর একই অভিযোগ দায়ের করলে পুলিশ তা প্রাপ্তির বিষয়টি অস্বীকার করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাইহোগ্রাম পূর্বপাড়ার এক উপজাতি নারী গত ১৩ অক্টোবর জমিতে কাজের সময় প্রতিবেশি সামাদ আলী (৪৫) তাকে ধর্ষণ চেষ্টা করে। তার চিৎকারে লোকজন ছুটে এলে সামাদ পালিয়ে যায়। এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) জানান, অভিযোগটি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন