Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গোপন প্রণয়ের ঘটনায় চীনে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূতের বিরুদ্ধে তদন্ত

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্থানীয় একজন চাকরিজীবীর সঙ্গে গোপন সম্পর্কের ঘটনায় চীনে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত রন কেলারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বিবিসি বলছে, ডাচ (নেদারল্যান্ডস) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত চলাকালীন কেলারকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ২০১৫ সালের ডিসেম্বরে অভিজ্ঞ কূটনীতিক রন কেলারকে বেইজিং-এ নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি তুরস্ক ও রাশিয়ায় দায়িত্ব পালন করেছেন। ডাচ সংবাদপত্র টেলিগ্রাফ গত সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এই সম্পর্ক সম্প্রতি প্রকাশ পেয়েছে। ডাচ দূতাবাসেই ওই চীনা নারী কাজ করেন বলে দূতাবাসে কর্মরত একটি সূত্রের বরাতে সংবাদপত্রটি জানিয়েছে। চীনে নিযুক্ত কূটনীতিকদের সবসময় স্থানীয় কর্মীদের সঙ্গে সম্পর্কে না জড়ানোর ব্যাপারে পরামর্শ দেয়া হয়। একে তথাকথিত মধুর ফাঁদ হিসেবে বিবেচনা করা হয়। কারণ, স্থানীয় নারীদের চীন সরকারের চর হিসেবে কাজ করার সম্ভাবনা থাকে প্রায় শতভাগ। টেলিগ্রাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোপন প্রণয়ের ঘটনায় চীনে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূতের বিরুদ্ধে তদন্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ