Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে পাহাড় কাটায় ৮ জনকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১১:৩২ এএম

নগরীর বায়েজিদে ‘নাগিন পাহাড়’ কেটে বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় ৮ ব্যক্তিকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এই জরিমানা করা হয়। অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৭ ধারা মোতাবেক এ জরিমানা করা হয়েছে। তারা পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করে আসছিলেন। গত ১১ নভেম্বর পরিবেশ অধিদফতর মহানগর কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম নাগিন পাহাড় পরিদর্শন করে স্থাপনা নির্মাণের প্রমাণ পায়। এরই পরিপ্রেক্ষিতে ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেয়া হয়। এর মধ্যে ১৯ জন হাজির হন। পাহাড় কাটার এনফোর্সমেন্ট নোটিশ পাওয়ার পরও ১৫ জন শুনানিতে অনুপস্থিত থাকায় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ( সংশোধিত ২০১০) এর ৬ (গ) ধারা লঙ্ঘন ও সরকারি আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাহাড়

৬ ফেব্রুয়ারি, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ