Inqilab Logo

শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২, ১৪ মাঘ ১৪২৮, ২৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী
শিরোনাম

বাড়ছে শীতের অনুভুতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

অগ্রহায়ণ মাসের শুরুতেই প্রায় সারা দেশে বাড়ছে শীতের অনুভ‚তি। সন্ধ্যা নামতেই গ্রাম-জনপদে, মাঠ-ঘাট, নদ-নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়ছে। গতকালও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তর জনপদের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ১৩.৮ ডিগ্রি সে.। রাজধানী ঢাকায়ও পারদ নেমে গেছে ১৮ ডিগ্রিতে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুÐ ও কক্সবাজারে ৩৩ ডিগ্রি সে.। চট্টগ্রাম ও কক্সবাজার জেলা ছাড়া দেশের প্রায় সর্বত্র মধ্যরাত থেকে ভোর-সকাল পর্যন্ত তাপমাত্রার পারদ ১৩ থেকে ১৭ ডিগ্রিতে নেমে এসেছে। এদিকে আবহাওয়া বিভাগ আরও জানায়, ভারতের উত্তর তামিলনাড়ু উপক‚লের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম, উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল সকালে পুন্ড্রচেরী ও চেন্নাইয়েরর মধ্যদিয়ে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপক‚ল অতিক্রম করেছে। এটি বর্তমানে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল ও গুরুæত্বহীন হয়ে কেটে যেতে পারে। লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীত

২৮ জানুয়ারি, ২০২২
২৫ জানুয়ারি, ২০২২
১৬ জানুয়ারি, ২০২২
১৫ জানুয়ারি, ২০২২
১৪ জানুয়ারি, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ