Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিচারবহির্ভূত হত্যার জন্য জবাবদিহি করতে হবে ইসরাইলকে : ওআইসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিচারবহির্ভুত হত্যাকাণ্ড পরিচালনার জন্য ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ‘দ্যা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’ (ওআইসি)। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক। ওআইসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ১৭ নভেম্বর তারিখে পূর্ব জেরুসালেমে ছুরি হামলা চেষ্টার অভিযোগে ১৬ বছরের ওমর আবু আসাবকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি পুলিশ। এছাড়া আরো বলা হয়েছে যে, ফিলিস্তিনি কারাবন্দীদের ওপর নিপীড়ন ও তাদের চিকিৎসায় অবহেলার কারণে বহু ফিলিস্তিনি মারা যাচ্ছেন। উদাহরণ স্বরূপ সংগঠনটি বলেছে, চিকিৎসায় অবহেলার কারণে সামি উমার নামের এক ফিলিস্তিনি কারাবন্দী মারা গেছেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের বিভিন্ন অপরাধের নিন্দা করে ওআইসি জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সহিংসতা ও আক্রমণের কারণে এ অঞ্চলে উত্তেজনা আরো বাড়তে পারে। এছাড়া ইসলামী সহযোগিতা সংস্থাটি তাদের বিবৃতিতে বলেছে, ইসরাইলকে এসব অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। ওই দু’ফিলিস্তিনি হত্যাকাণ্ডের বিষয়ে কমিটি গঠন করে তদন্ত করার জন্য জাতিসঙ্ঘ ও সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনকে আহ্বান জানিয়েছে ওআইসি। এছাড়া ওআইসির পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে যে ইসরাইলের কারগারে বন্দী থাকাবস্থায় অনশনরত ফিলিস্তিনিদের বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করতে হবে। ইয়েনি শাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওআইসি

২১ এপ্রিল, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ