Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

১৬ মামলার আসামি আটক

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

কুড়িগ্রাম পৌর শহরে এক শীর্ষ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। কুড়িগ্রাম শহরের এক নারীর মোবাইল ফোন এবং নগদ টাকা চুরি করার পর তিনি পুলিশের হাতে ধরা পরেছে।
আটককৃত চোর ও মাদক ব্যবসায়ী আসিফ ইকবাল ওরফে শামীম (৩৫) কুড়িগ্রাম পৌর শহরের রৌমারী পাড়ার সাইফুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর কুড়িগ্রাম সদরের কৃষ্ণপুর এলাকার রৌমারী পাড়ার বাসীন্দা আরফিন নাহার আশার দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা চুরি হয়। চুরির রহস্য উদঘাটন করতেই ধরা পরে শামীম। পুলিশ আরও জানায়, আসামির নিকট থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। কুখ্যাত চোর আসিফ ইকবাল শামীম শীর্ষ তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। আসামির বিরুদ্ধে চুরির চারটি মামলাসহ মাদকের নয়টি মামলা ও অন্যান্য ধারার তিনটি মামলাসহ সর্বমোট ১৬ টি মামলা রয়েছে। কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে কারাগারে প্রেরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ