Inqilab Logo

শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৫ আশ্বিন ১৪২৯, ০৩ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী
শিরোনাম

খুলনায় বস্তিতে অগ্নিকাণ্ড

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

মহানগরীর ফারাজীপাড়া দেবেন বাবু রোডের টিনের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বস্তির কমপক্ষে ৯টি ঘর আগুনে পুড়ে শেষ হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী রেজাউল, আমিরুল ও রফিক জানান, দুপুরে রাস্তা থেকে ধোঁয়া দেখে বস্তির দিকে এগিয়ে গেলে তারা আগুন দেখতে পান। এলাকার সবাইকে নিয়ে দ্রুত আগুন নেভাতে নেমে পড়েন। ফায়ার সার্ভিসকেও খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস টুটপাড়া স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, সরকারি জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে আসেন। এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ তিনি জানাতে পারেনি। তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানিয়েছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বস্তিতে অগ্নিকাণ্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ