Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৫০ দল নিয়ে প্রাণ-ডিআরইউ মিডিয়া ফুটবল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ব্যবস্থাপনায় ও প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ থেকে রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রাণ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট। এদিন দুপুর সাড়ে ১২টায় টুর্নামেন্টের উদ্বোধন হবে। প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টে খেলবে ৫০টি মিডিয়া হাউজ। এর মধ্যে ৩০ দৈনিক পত্রিকা, ১৭ টেলিভিশন ও ৩টি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। দলগুলো আট গ্রুপে ভাগ হয়ে নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বীতা করবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে খেলবে। গতকাল ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। উপস্থিত ছিলেন ডিআরইউ সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মো. মাহবুবুর রহমান, সাবেক ক্রীড়া সম্পাদক মোরসালিন আহমেদ, শফিকুল ইসলাম শামীম, মজিবুর রহমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নূরুল আফসার ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাণ-ডিআরইউ মিডিয়া ফুটবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ