Inqilab Logo

রোববার, ২৩ জানুয়ারী ২০২২, ০৯ মাঘ ১৪২৮, ১৯ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী
শিরোনাম

পুলিশের বাধায় বরগুনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ পন্ডঃ গ্রেফতার ৩

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১:২৪ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে

বরগুনা জেলা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ পুলিশের বাধার মুখে হয়েছে। সমাবেশ থেকে তিন নেতাকর্মীকে
আটক করে নিয়ে যায় পুলিশ।

সোমবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করলে পুলিশ তাতে বাধা প্রধান করে। পরে অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে জেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক এসএম নজরুল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এজেএম সালেহ্ ফারুক। সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রনি, মহিলা দলের সভানেত্রী রিমা জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, তিনবার সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। কিন্তু সেখানে জালেম আওয়ামী সরকার বাধা প্রদান করছে। আমাদের দাবি যতো দিনে না মেনে নেওয়া হবে এ আন্দোলন চলবে।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ