Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ভিক্ষুকের টাকা আত্মসাৎ ‘এনজিও প্রধান’ গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১২:০৬ এএম

নগরীতে ভিক্ষুক-প্রতিবন্ধীসহ নিম্ন আয়ের মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কথিত এক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রধানকে আটক করেছে পুলিশ। প্রতারণার শিকার লোকজন ওই নারীকে অফিসে অবরুদ্ধ করে পুলিশকে খবর দেয়।
গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকা থেকে জান্নাতুল নাঈমা (৩৩) নামে ওই নারীকে আটক করা হয়েছে। পরে কয়েক’শ লোক থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
পুলিশ জানিয়েছে জান্নাতুল নাঈমা সেভ এজ ইওর আর্ন (এসএওয়াইএ) নামে একটি সংস্থার প্রধান। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, এসএইওয়াইএফ নামে সংস্থাটি এনজিওর আদলে পরিচালনা করেন জান্নাতুল নাঈমা। সেখানে তার অধীনে আরও লোকজন কাজ করেন। তারা মূলত ব্যাংকের মতো করে টাকা জমা নেন, এর বিপরীতে অনুদান ওক্ষুদ্রঋণ দেওয়ার আশ্বাস দেন। তবে সংস্থাটির এনজিও হিসেবে কোনো সরকারি অনুমোদন নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ